চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’-এ প্রতিপাদ্য নিয়ে ও নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাচোল কেন্দ্রীয় ঈদগাহের সামনে থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল ডায়াবেটিস সেন্টারের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। স্বাগতম বক্তব্য রাখেন ডায়াবেটিস সেন্টারের চিকিৎসক ডাঃ আব্দুর রব সিদ্দিক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, সরকারি কলেজের (সাবেক) অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক নুর কামাল প্রমুখ। এছাড়াও ডায়াবেটিস সেন্টারের সাধারণ সম্পাদক, সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ র্যালিতে অংশ গ্রহণ করেন।