চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা-আলোচনা সভা ও বিনামূল্যে নতুন রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন ডায়াবেটিক সমিতির পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা। “ডায়াবেটিসঃ সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে পদযাত্রাটি ডায়াবেটিক সমিতি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।
পরে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব কামরুল আরেফিন বুলু, নির্বাহী সদস্য মোঃ খাইরুল ইসলাম, আলহাজ্ব মোঃ শামসুল হক, আলহাজ্ব মোঃ শুকুরুদ্দীন ও ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাইমুল হক, ডেন্টাল সার্জন ডাঃ মোঃ মাসুমউজ্জামান চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ নাজমা সুলতানা লোপা, মেডিকেল অফিসার ডাঃ আসিয়া খাতুন, ইনডোর মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া শারমিন ও ইনডোর মেডিকেল অফিসার ডাঃ ইশরাত বিনতে মহিউদ্দীন প্রমুখ। এসময় ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার অংশ হিসেবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে প্রায় ১৫০ জনের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, ওজন ও উচ্চতা পরিমাপ করা হয়।