রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ডাকাতি সময় ডাকাতেরা বাসার মালামালের সাথে নিয়ে যায় আট মাসের একটি শিশুকেও। সেই শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনায় আটক করা হয়েছে শাপলা নামের এক নারীকে। শনিবার (১৬ নভেম্বর) ভোরে গণমাধ্যমে পাঠানো এক প্রেসনোটে এসব তথ্য জানিয়েছে র্যাব। র্যাবের জানায়, ডাকাতির সময় আজিমপুর থেকে অপহরণের শিকার শিশুটিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়। এসময় একজনকে আটক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করে বিস্তারিত তুলে ধরেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস। এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসায় এই ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। সেই শিশুকে উদ্ধার করেছে র্যাব।