বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে সারা দেশব্যাপী একসাথে একদিনে অভিন্ন প্রশ্নপত্রে কেজি শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পযর্ন্ত বৃত্তি পরীক্ষা/২৪ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর রাজশাহী মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষার রাজশাহীর সিটি আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক ও বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান, পরিবেশ সম্পাদক শাহজাহান আলী পিয়াস এবং মহানগর কমিটির সভাপতি রফিক আলম, সহ-সভাপতি ড. মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিঠু, সাংগাঠনিক সম্পাদক নাজমুল হোসেন, শিক্ষা সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণসহ অন্যান্য নেতৃবৃন্দ।