চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ‘মোহাম্মদখানী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো: আব্দুল কাদের ৪৬৬ ভোট পেয়ে জয় লাভ করেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আশফাকুল আলম সাকিল পান ৩২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুস সবুর ৫০৮ ভোট পেয়ে জয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সারিউল ইসলাম পান ২৭৪ ভোট। অন্যান্য প্রার্থীর মধ্যে ক্যাশিয়ার পদে শহিদুল ইসলাম হিমেল ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সেফাউল মুলক পান ২৯৩ ভোট।
নির্বাহী সদস্য পুরুষ পদে পাঁচজন নির্বাচিত প্রার্থীরা হচ্ছেন, মোঃ মোক্তার হোসেন ভদু (৪৩৯), মোঃ ফাইজুল কবির (৪০৯), মনির আহসান বাবু (৪০৭), মো আকরাম আলি (৪০০), আব্দুস সাত্তার (৩৮৬)। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মজিবুর রহমান ৩৮০ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ ইয়াকুব আলি ও নির্বাহী সদস্য মহিলা পদে মোসাঃ হাসনারা বেগম, মোসাঃ মনিরা আখতার ও মোসাঃ শিল্পী খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সমবায় কর্মকর্তা, ব্যাংক প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সুষ্ঠভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়।