চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ হয়েছে। মোবারকপুর ইউনিয়ন শাখার আয়োজনে শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চল মোবারকপুর ইউনিয়ন পরিষদের মাঠে এই সমাবেশ হয়। ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাইরুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক তোসিকুল ইসলাম তোসি। বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মোবারকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেম আলী, মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জানিবুল ইসলাম জৌসিসহ অন্যরা। প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তোসি বলেন, বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে কোনো পরিস্থিতিতে কৃষকদলের নেতাকর্মিরা জনগণের পাশে দাঁড়াবে, জনকল্যাণে কাজ করে যাবে। তিনি সকলকে একসাথে দেশ গড়া কাজে এগিয়ে আসার আহবান জানান।