চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফুটানীবাজার স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ক্লাবের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঝাধহঃবী এশিয়া লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর এম ফেরদৌস ইসলাম খোকন। অনুষ্ঠানে ফুটানীবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি ও শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলী, আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাও মোঃ বজলুর রহমান। এসময় স্বাগত বক্তব্য রাখেন অত্র ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রানাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ কাইয়ুম রেজা, উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামীতে এই ক্লাবকে উপজেলার একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানান সদস্যরা।