সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা বিএনপির বর্ধিত সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ সরকারী কলেজ অডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আলীম।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, প্রধান অতিথি আমিরুল ইসলাম আলীম দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য রাখেন। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অধীনস্থ সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষে এই জরুরি বর্ধিত সভার আয়োজন করা হয়।
নাচোল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন এর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. মোঃ রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়াত-উদ দোলা, ভোলাহাট উপজেলা বিএপির আহবায়ক মোঃ ইয়াজদানী জজ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওবায়েদ পাঠান, নাচোল উপজেলা বিএনপির আহবায়ক এম মজিদুল হক, সাবেক ছাত্রদল নেতা এ্যাড. মোঃ ফরিদ আহমেদ জনি, রহনপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ এনায়েত করিম তোকি,
রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও জেলা বিএনপির সদস্য প্রভাষক সৈয়দ আনোয়ার হোসেন,কৃষক দলের সাবেক সভাপতি মোঃ কামরুল আরেফিন বুলুসহ অন্যরা। এসময় বিএনপি নেতা আশরাফুল আলম রশিদসহ জেলা, উপজেলা, পৌরসহ ইউনিয়ন পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদল,কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি মোঃ আমিরুল ইসলাম আলীম বলেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে যায়। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আর্দশের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। এসময় তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব কে বলেন, আপনারা আলাপ আলোচনা করে জেলা বিএনপির সকল সমস্যা কিভাবে সমাধান করা যায়, এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় সাংগঠনিক কাজ করার কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোধাবিদের দল দেশ প্রেমিকদের দল বলেও উল্লেখ করেন তিনি।