বাল্য বিয়ে-নারী ও শিশুর সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরী অধিকার বিষয়ক কমিউনিটি সংলাপ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও ইউনিসেফ এর সহযোগিতায় এই কমিউনিটি সংলাপ হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই সংলাপ হয়। বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন এর বাস্তবায়নে এই সংলাপে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অব. শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা কবি এনামুল হক তুফান, জেলা গার্ল গাইড এর সম্পাদক রোকসানা আহমদ, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসা: হাসনেয়ারা বেগম, সহকারী শিক্ষক মো: হুমায়ুন কবির, রেডিও মহানন্দার মোঃ রেজাউল করিম টুটুলসহ অন্যরা।
এসময় স্বেচ্ছোসবক হিসেবে ছিলেন মো: নজরুল ইসলাম, মো: কাওসার আলী, মোঃ শামিম আখতার বিপ্লব, মোঃ আব্দুল জাব্বার, মোঃ হাইউল ইসলাম, মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, মোঃ নাসিফ ইকবাল বাবু, মোঃ সাহিদ হাসান, মোঃ কাজল কাউসার, মোসাঃ কানিজ ফাতিমা সাথি, মোসা: খাদিজাতুল কুবরা অন্তরা।
বক্তারা, বাল্যবিয়ে-নারী ও শিশুর সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরী অধিকার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। বাল্য বিয়ের কুফল ও সমস্যা নিয়ে কথা বলেন বক্তার। সংলাপে বাল্য বিয়ে কে না বলতে সকল শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করানো হয়।