চাঁপাইনবাবগঞ্জে র্যালী-আলোচনা সভার মধ্যদিয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার সকালে কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
ইনস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। শেষে গণপূর্ত আবাসিক চত্বরে আলোচনা সভা হয়। এবারের স্লোগান ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি।’
এ সময় বক্তব্য রাখেন, আইডিইবি’র সভাপতি মো. মেহেদী খান, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সত্যজিৎ রায়, সাধারণ সম্পাদক মো. নুরুল আওলিয়া বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রক্টর মো. মোখলেসুর রহমান।
‘দেশের কাঠামোগত উন্নয়নে দক্ষতা সাথে কাজ করা এবং বিভিন্ন সেকটরে বৈষম্যহীন ভাবে কাজ করে যাবেন। দেশের বর্তমান অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রসংসনীয় ভূমিকা রাখছে’। কর্মক্ষেত্রে বৈষম্যহীনতা দূর করতে প্রকৌশলীদের এক হয়ে কাজ করার পরামর্শ দেন বক্তারা।