পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্ধোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকে লে সদর উপজেলার তালমা নদীর পার্ক চত্তরে প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো: সাবেত আলী। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার এস এম সফিকুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান, হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেনসহ এলাকাবাসী। সৌন্দর্য বর্ধন কাজের উদ্ধোধন শেষে তালমা নদীর মৎস্য অভয়াশ্রমে সিসি ক্যামেরা স্থাপনেরও উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো: সাবেত আলী।