বরেন্দ্র অঞ্চলে জলবায়ু সংক্রান্ত বিপদাপন্নতা মোকাবেলায় জেন্ডার সংবেদী সমাধান ও প্রক্রিয়াকে শক্তিশালীকরণ বিষয়ক সেমিনার হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার হয়। নেটজ্ বাংলাদেশ ও বিএমজেড’র সহযোগিতায় সেমিনারের আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন। সেমিনারে জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলের জনজীবন ও ফসলী জমি রক্ষায় সরকার ও বিভিন্ন নির্ধারনী মহলের প্রতি বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করেন উপস্থিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা। সেমিনারে বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এবং নারীদের জলবায়ু বিপদাপন্নতার প্রাকৃতিক ও সামাজিক কারনগুলো নিয়ে অনুসন্ধানমূলক গবেষণার ফলাফলের ভিক্তিতে তৈরি নীতিপত্রের সুপারিশসমূহ উপস্থাপন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। ডাকসো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকরামুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা।