চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার হুজরাপুর (রহনপুর) যুব সম্প্রদায়ের উদ্যোগে গোরস্থানের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার হুজরাপুর গোরস্থান সংলগ্ন আম বাগানে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল সভাপতিত্ব করেন রহনপুর পুনর্ভবা মহানন্দ আইডিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জামায়াত মনোনীত পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান। উপস্থিত ছিলেন হুজরাপুর মডেল একাডেমীর প্রধান শিক্ষক মুঃ রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর আশরাফুল হক, তাফসীর কমিটির উপদেষ্টা মোঃ রাশেদ আলী। তাফসীর পেশ করেন সিলেটের প্রখ্যাত মুফাসসিল কুরআন মাওলানা এম হাসিবুর রহমান, পুকুরিয়া জামে মসজিদের খতিব মোহাম্মদ আলতাস উদ্দিন ও হুজরাপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাকি আজম। পবিত্র কোরআন ও হাদিস থেকে বিভিন্ন ওয়াজ নসিহত করে মাওলানা হাসিবুর রহমান বলেন, প্রযুক্তির অপব্যবহার থেকে যে ব্যক্তি এই একবিংশ শতাব্দীর আধুনিক যুগে নিজেকে রক্ষা করতে পারবে, সে সফল হবে, প্রতিষ্ঠিত হবে, এতে কোন সন্দেহ নেই। তিনি বলেন, মাবুদ তোমার দিনের পথে চলার তৌফিক দান কর। আমাদের পিতা-মাতাকে মাফ করে দাও, তাদের কবরের আজাব মাফ করে দাও। অসংখ্য মা-বোনেরা মাহফিলে এসেছেন, মা-বোনদের জীবনের গুনাগুলো মাফ করে দাও। তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। মাহফিলকে কবুল করে নাও। আমিন।