চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাসায়ানিক সার ও বালাইনাশক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সার কমিটির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারের খুচরা সার ও বালাইনাশক হোসেন ট্রেডার্সের ব্যবসায়ী ইমাম হোসেনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রাসায়নিক সার মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যর অতিরিক্ত মূল্যের বিক্রয়ের অভিযোগে এই দন্ড প্রদানের পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ্ আকরাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ও স্থানীয়রা।