রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের তিন দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ দেন। এছাড়া এদিন সালমান এফ রহমান, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকাল ৯টার দিকে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্যে আনা হয় ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এসময় ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ এবং শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ডের বিরোধীতা করে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা বা সংসদ সদস্য নন। তারা কখনও এই এলাকায় আসেনও নাই। শুধুমাত্র হয়রানি করতে এই মামলার আসামি করা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষ রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের পাঁচ ও জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মামলার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে গত পাঁচ আগস্ট অংশ নেন ফজলুল করিম। বিকাল সাড়ে চারটায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরও অনেকে। ওইদিন ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল (৪৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আনিসুল হক চার নম্বর আসামি। গত ১৩ আগস্ট নৌপথে ‘পলায়নরত অবস্থায়’ রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানো হয়।