নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি পদে সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহিন শওকত। দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রকৌশলী খালেদ হাসান পাহিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, এএইচএম ওবাইদুর রহমান চন্দন, সহ-ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, আলহাজ্ব মামুনুর রহমান রিপন, শফিউল আযম রানা প্রমুখ। ইসাহাক আলী সরকারকে সিনিয়র সহ-সভাপতি, শফিউল্লাহ সোনারকে যুগ্ন সাধারণ সম্পাদক, শামীম রেজা চৌধুরী বাদশা ও জাহাঙ্গীর কবির বাচ্চুকে সাংগঠনিক সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষনা করা হয়।