চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশে পুকুর থেকে নেপাল টপ্পো (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া শিশু ওই গ্রামের দুলাল টপ্পোর ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, গোমস্তাপুরের শেখপুরা এলাকা বাড়ির পাশে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও জানান, মারা যাওয়া নেপাল টপ্পো গত ১৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলো। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে।