জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন বিষয়ে ওরিয়েন্টেশন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে দক্ষতা উন্নয়ন ও করণীয় বিষয়ক ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন উদ্ধোধন করেন সনাক সভাপতি সেলিনা বেগম। বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জ এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।
ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য এ্যাড. সাইফুল ইসলাম রেজা। ওরিয়েন্টেশনে সচেতন নাগরিক কমিটি সনাক সদস্য, সনাক’র তত্ত্বাবধানে তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) সদস্য ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর নির্বাচিত এসিজি সদস্যরা অংশ নেয়। জাতীয় শুদ্ধাচার কৌশল পরিচিতি, প্রেক্ষাপট. অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা ও উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় এর প্রয়োগ কৌশল ও গুরুত্ব, টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি গোলাম ফারুক মিথুন, ইয়েস আহবায়ক মোঃ আসরাফুল আম্বিয়া সাগর, উম্মে সালমা হ্যাপি, ড. দীপালী রাণী দাস, মোঃ ওয়ালিউল আজিম, মোঃ মজিবুর রহমান, মোঃ জাহেদুল আবেদীন মিঠু, শ্রী কাণাই চন্দ্র দাস, আমিনুল হক আবীর, ডলি আরা বেগম, বেগম মার্জিনা রহমান, মোঃ এনামূল হক, আয়েশা আখতারুন নেসা রুনাসহ অন্যান্য সদস্যবৃন্দ ও টিআইবি’র কর্মীরা।