ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. এসকেন্দার আলী (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত আবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই শিক্ষকের মৃত্যু হয়। নিহত এসকেন্দার আলী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে। তিনি গোয়ালপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষক এসকেন্দার আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাইনুল ইসলাম। এ দুর্ঘটনায় মিজানুর রহমান নামে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহত হয়েছেন। আহত মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষক এসকেন্দার আলী ফরিদপুর শহরে বসবাস করতেন। আমিও একই এলাকায় থাকি। সেখান থেকে আমরা প্রতিনিদিন মোটরসাইকেলে করে স্কুলে যাতায়াত করতাম। সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের বাসা থেকে প্রধান শিক্ষক এসকেন্দার আলী আর আমি মোটরসাইকেল করে স্কুলে আসতেছিলাম। পথে কানাইপুর ইউনিয়নের রামখন্ড মোড়ে গ্রামের ভেতরের একটি সড়ক দিয়ে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে আমাদের মোটরাসাইকেলের সংঘর্ষ হয়। এতে স্যার মাথায় প্রচণ্ড আঘাত পান। আমি সামান্য আহত হই। মিজানুর রহমান আরও বলেন, প্রধান শিক্ষককে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা স্যারকে ঢাকা মেডিকেলে নিতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।