চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাসায়ানিক সার ও বালাইনাশক ব্যবসায়ীকে ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। মোবাইল কোর্টের মাধ্যমে পৌরসভার ৬নং ওয়ার্ডে শিমুলতলার জামিলুর ট্রেডার্সকে এ জরিমানা করা হয়।
উপজেলার নাচোল ইউনিয়নের বেনিপুরে কৃষি অফিসার নিজেই হাতেনাতে ধরে ফেলেন চালানটি। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রাসায়নিক সার অন্য উপজেলায় সরবারাহের দায়ে এ জরিমানা করে, পাশাপাশি দোকান মালিক জাহাঙ্গীর আলমকে সতর্ক করে দেওয়া হয়। বুধবার ২০নভেম্বর বিকেল ৫টার দিকে অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ্ আকরাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ স্থানীয়রা।