প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ঐকতান’ এর আয়োজনে প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ কে এই র সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে এ অনুষ্ঠান হয়। অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহন করেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোহাম্মদখানী সেচ প্রকল্পের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো মনিরুল ইসলাম, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি খুরশেদ আহম্মেদ বাদল, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক মনির আহসান বাবু ও সমাজ সেবক ফাখরুল হাসান। অনুষ্ঠানে বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদরাসা, বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়,
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ, বালিয়াডাঙ্গা হেল্পলাইন, দীপ্তক যুব সংসদ, বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদকে।