আগামী ২৩ নভেম্বর দ্বি বাষির্ক নির্বাচন উপলক্ষে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর (২০২৪-২০২৬) দ্বি বাষির্ক নিবার্চনে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লার নেতৃত্ব সম্মিলিত ব্যাবসায়ী পরিষদ প্যানেলের মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরে সন্ধ্যা কমিউনিটি হলে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের আয়োজনে এই সভা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ বনিক সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন আর রশিদ,
সদর আসেনর সাবেক সংসদ সদস্য মাওলানা লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম রাজু সহ অন্যরা। বক্তারা বলেন, দ্বি বাষির্ক নির্বাচন উপলক্ষে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর (২০২৪-২০২৬) দ্বি বাষির্ক নির্বাচন উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে এবং বিজয় আমাদের সুনিশ্চিত। সম্মিলিত ব্যাবসায়ী পরিষদ প্যানেলে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রর্থনা করেন।