নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও নওগাঁ-১ আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার শামীম রেজা চৌধুরী বাদশাকে উপজেলা ও রসুলপুর যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নিয়ামতপুর উপজেলার চৌধুরীপাড়া ডাঃ ছালেক চৌধুরীর বাসভবনে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রবিউল আলম, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ইকবাল ছোটন, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, রসুলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু তাহের, রসুলপুর ইউনিয়নের সাবেক ওয়ার্ড সভাপতি কামরুল হাসান বুলবুল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী বলেন, দুর্দিনের কর্মীরাই দলের মূলভিত্তি। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ত্যাগী ও নির্যাতিত বিএনপির নেতাদের সামনে নিয়ে এসে তাদের মূল্যয়ন করতে হবে। উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।