নওগাঁর নিয়ামতপুরে জমি দখলে নিতে প্রতিপক্ষকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৫ টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। শনিবার সকালে নিয়ামতপুর থানায় বাদী হয়ে ভুক্তভোগী এনতাজ আলীর ছেলে শরীফ ৮ জনের নাম উল্লেখ্য করে অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসতেছিল এনতাজ আলীর ছেলে শরীফ। গত শুক্রবার ঐ জমিতে সরিষা রোপন করার জন্য জমিতে হাল চাষ করার সময় প্রতিপক্ষ ইসমাইল হোসেন ধলু, আসাদুল, লছরত, বাবুল, আলতাফ, সাজেদুর, বকুল, মোফাজ্জল দলবদ্ধ হয়ে জমিতে আসে এবং এনতাজ আলী, মান্নান ও সজিব প্রতিপক্ষদের জমিতে নামতে নিষেধ করে। এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র লোহার রড, হাসুয়া, লাঠি নিয়ে হামলা করে। বিষয়টি টের পেয়ে বাড়ি থেকে বের হয়ে চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে আসে। প্রতিপক্ষরা হুমকি ধামকি দিয়ে চলে যায়। শরিফ জানায়, বাবা, চাচা ও ভাইকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রক্তাক্ত জখম অবস্থায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। ভুক্তভোগী সজিব বলেন, আমরা আমাদের পৈত্রিক সম্পত্তিতে সরিষা রোপন করার জন্য জমি চাষ করছিলাম। প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা চালায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চায়। এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল হোসেন ধলুর সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি মারধরের ঘটনা অস্বীকার করেন। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।