চাঁপাইনবাবগঞ্জে ‘বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ’ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের আয়োজনে, জেলা প্রশাসন ও ইউনিসেফের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের বহরম তাঁতিপাড়ায় উঠান বৈঠকের মাধ্যমে কমিউনিটি সংলাপ হয়।
সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নিত্যানন্দ সংঘের সদস্য শ্রী নিরু চন্দ্র ভাস্কর, শ্রী বিনয় চন্দ্র ভাস্কর, শ্রী সন্তোষ চন্দ্র ভাস্কর, শ্রী নিত্যানন্দ সংঘের সাবেক সভাপতি শ্রী বিরেন চন্দ্র ভাস্কর, সংঘের সেক্রেটারি শ্রী রনি চন্দ্র ভাস্কর ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংলাপ অনুষ্ঠানে উক্ত গ্রামের প্রায় ১০০ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ অভিভাবক উপস্থিত ছিলেন। এই আলোচনায় উল্লেখযোগ্য ভাবে উঠে আসে চাঁপাইনবাবগঞ্জের বাল্যবিবাহ, শিশু ও মেয়েদের ইভটিজিং, শিশুর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিরোধের উপায়। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, শিশুর প্রতি সংহিসতা প্রতিরোধে শিক্ষক,
মাতবর, অভিভাবকসহ সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসার পাশাপাশি পারিবারিকভাবে সচেতন হতে আহবান জানান। বাল্যবিয়ে-নারী ও শিশুর সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরী অধিকার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। বাল্য বিয়ের কুফল ও সমস্যা নিয়ে কথা বলেন বক্তারা। শুক্রবার (২২ই নভেম্বর) বিকেলে সংলাপে বাল্য বিয়ে কে না বলতে সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়। আলোচনার অগ্রগতি আনতে ১০০ লিফলেট বিতরণ করে বিষয়গুলো হাতেনাতে বুঝিয়ে সচেতন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় অংশ নেন বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের ভলেন্টিয়ার মোঃ শামিম আখতার বিপ্লব,
মোঃ আব্দুল জাব্বার, মোঃ হাইউল ইসলাম, মো: তারেক হাসান, শ্রী বিজয় চন্দ্র ভাস্কর, রবি চন্দ্র দাস, মো: টুয়েল আলী, মো: আল আমিন, মোসা: কানিজ ফাতিমা সাথীসহ অন্যরা। শেষে সমাপনী বক্তব্য রাখেন সভাপতি।