শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে জেলার শীর্ষ ব্যবসায়ী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শহরের পুরাতন বাজারস্থ চেম্বার ভবনে শুরু হয়ে ভোট গ্রহণ কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বাধীন প্যানেল এবং অন্যটি হারুন-তোহিদুল-মোল্লা প্যানেল। চেম্বারের সদস্য মহিলা ও পুরুষ ভোটাররা স্বতস্ফুর্থভাবে ভোট প্রদান করেছেন পছন্দের প্রার্থীকে। এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা কার্যক্রম চলমান ছিলো।
নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের নেতৃত্ব দিচ্ছেন চেম্বারের বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ। অন্যদিকে, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যৌথভাবে নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়ী হারুন অর রশীদ, আনোয়ার হোসেন ও তরিকুল আলম মোল্লা। নির্বাচনে সাধারন পরিচালক পদে ১৩ জন এবং সহযোগী পরিচালক পদে ৫জন।
মোট ১৮ জন পরিচালক ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এছাড়া ট্রাক মালিক গ্রুপ, বাস মালিক গ্রুপ, চাউল কল মালিক গ্রুপ ও সোনামসজিদ আমদানী-রপ্তানী কারক গ্রুপ থেকে মোট ৪ জন পরিচালক নির্বাচিত হয়েছেন আগেই। ভোটে নির্বাচিত ও গ্রুপ থেকে নির্বাচিত মিলিয়ে মোট ২২জন পরিচালক নির্বাচিত হবেন।
নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৬ জন প্রার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) মেয়াদে নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের মোট ভোটার সদস্য ১৪৫৪ জন। এর মধ্যে সাধারণ ১২৭৬ জন এবং সহযোগি ১৭৮ জন ভোটার।
নির্বাচনে জেলার জিপি, পিপি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিশিষ্ট আইনজীবীগণ ভোট পর্যাবেক্ষন ও ভোট গ্রহণ কার্যক্রমের দায়িত্বে রয়েছেন। ভোট কেন্দ্রে নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ভোট গ্রহন নির্বাচন কমিশন।
জেলা জজ আদালতে সরকারি কৌশুলি (জিপি) মো. মোসাদ্দেক হোসেন, জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল ওয়াদুদ, সিনিয়র আইনজীবী মোঃ গোলাম মোস্তফা নির্বাচন পর্যবেক্ষনের দায়িত্ব পালন করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী মোঃ সোলাইমান বিশু। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান সিনিয়র আইনজীবী সোলাইমান বিশু বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তিনি আরও বলেন উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা কার্যক্রম চলছে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা কার্যক্রম চলছিলো।