শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবে জেলা প্রশাসন। এছাড়া ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হবে। জেলা প্রশাসনের আয়োজনে সভায় অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকীব হাসান তরফদার, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ সদরসহ জেলার সকল উপজেলায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ ডিসেম্বর মহান মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হবে। সরকারি, আধাসরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার অনুরোধ জানান হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সিভিল সার্জন ডাঃ মোঃ এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকীব হাসান তরফদার, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন, মোসাঃ নিশাত আঞ্জুমান অনন্যা, মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান, নীলুফা সরকার, ফাহমিদা আক্তার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোসাঃ রেসমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম ও আলহাজ্ব মোঃ আব্দুর রহমান টুরু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী,জেল সুপার মোঃ শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সওজ, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃদাঃ) মোঃ মেহেদী খান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা(অঃদাঃ) মোঃ মন্জুর কাদের, চেম্বারের প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শহিদ। বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারী দপ্তরের প্রধান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান, উদ্যোক্তা। মহান বিজয় দিবস উপলক্ষে ১ দিনব্যাপী বিজয় মেলা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। মেলায় ৬০টি স্টল অংশ নিবে বলে সভায় জানান বিসিক কর্তৃপক্ষ।