চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের নিরঙ্কুশ জয় হয়েছে। নির্বাচনে আব্দুল ওয়াহেদ ছাতা প্রতীক প্রাপ্ত ভোট ৭৯১, খাইরুল ইসলাম কুলা প্রতীক ৬৫২, আখতারুল ইসলাম রিমন আম প্রতীক ৭২৫, মফিজ উদ্দীন সাইকেল প্রতীক ৬৯৮, আব্দুল আওয়াল ফ্যান প্রতীক ৬৬২, সৈবুর রহমান উড়োজাহাজ প্রতীক ৬৩১, দেলোয়ার হোসেন মোড়গ প্রতীক ৫৯৭, নূর আমিন টিউবওয়েল প্রতীক ৬০৫, আরিফ উদ্দীন (ইতি) হাতপাখা প্রতীক ৬২৮, নাজিবুর রহমান বালতি প্রতীক ৬৬৮, আব্দুল বারেক হাতি প্রতীক ৬২৭, মনিরুল ইসলাম দেয়াল ঘড়ি প্রতীক ৫৮৫ বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। আব্দুল ওয়াহেদ প্যানেলের সহযোগী গ্রুপে উজায়ের হোসেন চেয়ার প্রতীকে ১২৩ ভোট, বাহরাম আলী মোটরসাইকেল প্রতীকে ১১৪, মিলায়েতুল কোরাইশী মিলু ফুটবল প্রতীক ১১২, শুকুরুদ্দীন মাথল প্রতীক ১০৮ ও শহীদুল ইসলাম গোলাপ ফুল প্রতীক ১০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। অপরদিকে, হারুন-আনোয়ার-তরিকুল আলমের যৌথভাবে সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে একজন সাধারন পরিচালক পদে নির্বাচিত হন। তিনি হলেন-কলস প্রতীক নিয়ে মো: রায়হানুল ইসলাম লুনা। জাহাঙ্গীর কবির হাঁস প্রতীক ৫৫৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সোলাইমান বিষু বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালক ও সহোযোগী পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পদ বন্টনের জন্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারপর দায়িত্ব হস্তান্তর করা হবে। নির্বাচনে সাধারন পরিচালক পদে ১৩ জন এবং সহযোগী পরিচালক পদে ৫জন। মোট ১৮ জন পরিচালক ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হন। এছাড়া ট্রাক মালিক গ্রুপ, বাস মালিক গ্রুপ, চাউল কল মালিক গ্রুপ ও সোনামসজিদ আমদানী-রপ্তানী কারক গ্রুপ থেকে মোট ৪ জন পরিচালক নির্বাচিত হয়েছেন আগেই। ভোটে নির্বাচিত ও গ্রুপ থেকে নির্বাচিত মিলিয়ে মোট ২২জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৬ জন প্রার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) মেয়াদে নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের মোট ভোটার সদস্য ১৪৫৪ জন। এর মধ্যে সাধারণ ১২৭৬ জন এবং সহযোগি ১৭৮ জন ভোটার। নির্বাচনে জেলার জিপি, পিপি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিশিষ্ট আইনজীবীগণ ভোট পর্যাবেক্ষন ও ভোট গ্রহণ কার্যক্রমের দায়িত্বে ছিলেন। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ভোট গ্রহন নির্বাচন কমিশন। জেলা জজ আদালতে সরকারি কৌশুলি (জিপি) মো. মোসাদ্দেক হোসেন, জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল ওয়াদুদ, সিনিয়র আইনজীবী মোঃ গোলাম মোস্তফা নির্বাচন পর্যবেক্ষনের দায়িত্ব পালন করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী মোঃ সোলাইমান বিশু।