নওগাঁয় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৪) মৌখিক পরীক্ষা গ্রহন শেষে রাতে পুলিশ লাইন্স ড্রিলসেডে আনুষ্ঠানিক ভাবে উত্তীর্ণ মোট ৭৬ জনের নাম ঘোষনা করেন নওগাঁর পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইডি মো: কুতুব উদ্দিন। উত্তীর্ণ ৭৬ জনের মধ্যে ১২ জন নারী ও ৬৪ জন পুরুষ। মুক্তিযোদ্ধা কোটায় ২ জন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোটায় ১ জন ও ৬ জনকে অপেক্ষমান তালিকায় রেখে ফলাফল ঘোষনা করা হয়। পরবর্তী ধাপে মেডিকেল ও পুলিশ ভেরীফিকেশন শেষে উত্তীর্ণদের যোগদান করানো হবে। ফলাফল ঘোষনার পর উত্তীর্ণ ও তাদের অভিভাবকরা অনুভূতি ব্যাক্ত করে বলেন, ১২০ টাকায় আবেদন করে ঘুষ বা তদবির ছাড়াই স্বচ্ছ প্রকৃয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকুরি পেয়ে তারা ভীষন আনন্দিত। চাকুরিতে যোগদান করে অর্পিত দ্বায়িত্ব ও দেশমাতৃকার জন্য ইতিবাচক ভূমিকা র্খার প্রত্যয় ব্যক্ত করেন উত্তীর্ণরা। পুলিশ সুপার মো: কুতুব উদ্দিন বলেন, উত্তীর্ণরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে অনলাইনের মাধ্যমে নওগাঁ জেলায় প্রায় ৬ হাজার চাকুরী প্রত্যাশী আবেদন করেছিলেন। ২৯ অক্টোবর থেকে ৩ দিন প্রার্থীদের শারীরীক স্বক্ষমতা যাচাইয় করা হয়। ১৭ নভেম্বর ৮৫৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেয়। এদিকে নিয়োগ প্রকৃয়া শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন, দু’জন আই.জি.পি প্রতিনিধি ও দু’জন ডি.আই.জি প্রতিনিধি সার্বক্ষনিক উপস্থিত ছিলেন। এছাড়া দালাল ও প্রতারকের খপ্পরে পরে কেউ যাতে আর্থিক লেন-দেন না করেন সে জন্য জেলা জুড়ে প্রচারনা ও গোয়েন্দা নজরদারী অব্যহত রাখা হয়। উত্তীর্ণদের ডাক্তারী পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।