নাটোরের সিংড়ায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে ৫৩৬টি ডাস্টবিন ও ২৪ টি গার্বেজ ভ্যান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। সিংড়া মাদ্রাসা মোড়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সোমবার ডাস্টবিন ও গার্বেজ ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভৃমি) মো: গোলাম রব্বানী সরদার, পৌর নির্বাহী কর্মকর্তা আলহাজ্ব আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরিফ, পৌরসভার সিআই শহিদুল ইসলাম প্রমুখ।