শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত জীবন গড়ি’ “মাদককে না বলুন” শ্লোগানে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা হয়।
বিদ্যলয়ের হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। সভাপতিত্ব করেন গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
সভায় গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের বিভিণ্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। সভা শেষে মাদক বিরোধী শ্লোগান সম্বলিত স্কেল এবং লিফলেট শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।