কারাগারে বন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে নাটোরে বুধবার মানববন্ধন করেছে নাটোর জেলা বিডিআর কল্যাণ পরিষদ। বুধবার সকাল দশটার দিকে শহরের কানাইখালিতে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারী সংঘটিত পিলখানা হত্যাকান্ডে সুষ্ঠু তদন্ত, নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য মানববন্ধনে বক্তারা বলেন, পিলখানা হত্যাকান্ড তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি অংশ। ওই ঘটনায় আমরা ৫৭জন চৌকস সেনা কর্মকর্তা সহ ৭৪ জন দেশ প্রেমিক জোয়ানকে হারিয়েছি। ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্যদেরকে বিনা পেনশনে জেল জরিমানাসহ চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবত এসব বিডিআর সদস্যরা ন্যায় বিচার বঞ্চিত হয়ে পরিবারসহ সমাজে অবহেলা অবজ্ঞা ও বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রহসনের বিচারে নির্দোষ বিডিআর সদস্যদের এখনো জেলে আটক রাখা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধ বিডিআর সদস্যদেরকে অনতিবিলম্বে জেল থেকে মুক্তির দাবী জানান। তারা আরো বলেন, ন্যায় বিচার বঞ্চিত এই ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্য ও তাদের পরিবার সর্বদা দেশের আইন ও সরকারের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। তারা বর্তমান অন্তবর্তী সরকারের কাছে ন্যায় বিচারের দাবী জানিয়েছেন।