নওগাঁর নিয়ামতপুরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে ভাতার অর্থ পরিশোধ সম্ভাবনা সমস্যা ও প্রতিকার বিষয়ক সেমিনার ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা অনায়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা সমাজসেবা কর্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ। নিয়ামতপুর উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা কর্যালয়ের সহকারী পরিচালক গওছল আজম, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।