“বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনামাষ কালায়-২ এর অধিকতর সম্প্রসারণ” শীর্ষক মাঠ দিবস হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানপুর গ্রামে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র,
চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের অর্থায়নে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। পরে বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষ্ণু পদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তার উপস্থাপনায় স্বল্প জীবনকাল, উচ্চ ফলনশীল, বিনামাষ-২ এর উপযোগিতা তুলে ধরা হয়। মাঠ দিবসে স্থানীয় কৃষক ও কৃষানীরা অংশ নেয়।