বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সরকারি, এমপিভুক্ত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা, দোয়া, কুইজ প্রতিযোগিতা ও ডকুমেন্টারি প্রদর্শনীর ব্যবস্থাকরণ। এদিকে, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মুঃ ইমতিয়াজ মাশরুর। আলোচক ও দোয়া পরিচালনায় ছিলেন অত্র কলেজের জীববিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর ম্ঃু মিজানুর রহমান। কুইজ প্রতিযোগিতা এবং ডকুমেন্টারি প্রদর্শনীর কারিগরি সহযোগিতায় ছিলেন অত্র কলেজের আইসিটি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আবু রায়হান।