বাগমারায় দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে এক স্মরণ সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার উপজেলা হলরুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আহবায়ক, আহত শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। অপরদিকে, উপজেলার আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাষ্টার আব্দুল গাফফার, উপজেলা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলাম, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও বিএনপি’র নেতা ডিএম শাফিকুল ইসলাম শাফি, বাগমারা প্রেস ক্লাবের আহবায়ক আকবর আলী প্রমুখ। আইনশৃংখলা কমিটি ও মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সভায় উপস্থিত সহকারী কমিশনার (ভুমি) নাহিদ ইসলাম, বাগমারা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।