চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় শোক ও সম্প্রীতি সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই সমাবেশ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি শোক মিছিল ইসকন ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে একই স্থানে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহিম, সদস্যসচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মুত্তাসিন বিশ্বাস, সংগঠক ওয়াহিদুজ্জামান মাহিমসহ অনেকে। বক্তারা বলেন, ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয়। ইসকন আওয়ামীলীগের দোসর। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসকন। চট্টগ্রামে হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় জড়িতদের ফাঁসি ও ইসকন নিষিদ্ধের জোর দাবি জানান শিক্ষার্থীরা। বক্তারা, ভারতীয় পণ্য নিজেরা ব্যবহার করবেন না জানিয়ে, ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন।