চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একাধিক মামলার আসামি এক যুবদল নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি দল তাকে আটক করার পর বৃহস্পতিবার রাতে দর্শনা থানায় হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন ক্যাম্পের কর্মকর্তা আশহাব আল রাফিদ। আটক সেলিম মেহফুজ মিল্টন (৪৫) দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে এবং দর্শনা পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক। সেনাবাহিনী ক্যাম্পের কর্মকর্তা আশহাব আল রাফিদ জানান, মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ ও মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র এবং অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিলেন। পরে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করেছে সেনা সদস্যরা। দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন বলেন, সেনাবাহিনীর হাতে আটক মিল্টন দর্শনা পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক। তবে দল তার কৃতকর্মের দায় নেবে না। এব্যাপারে দর্শনা থানার ওসি শহিদ তিতুমির বলেন, মিল্টনের বিরুদ্ধে দর্শনা ও দামুড়হুদা থানায় মাদক, মারামারি ও নাশকতার তিনটি মামলা আছে। সেনাবাহিনী সোপর্দ করার পর তাকে সেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।