মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, খুব কাছ থেকে গুলি করে তরুণীকে হত্যা করা হয়েছে। শনিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে দোগাছি এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান। আনুমানিক ২৫ বছরের ওই তরুণীর আঙ্গুলের ছাপ নিয়ে প্রযুক্তি ব্যবহার করেও পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর বলেন, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছে ওই তরুণীকে ভোরে এক যুবকের সঙ্গে মহাসড়কে ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হতেও দেখেছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।