চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা হয়েছে। দাইপুখুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘ক্রীড়াই শক্তি, ক্রিড়াই বল, মাদককে না বলুন’ এ প্রতিপাদ্যে ফাইনাল খেলা শুক্রবার এশার নামাজের পর মির্জাপুর বিএনপি পার্টি অফিসের সামনের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা উদ্বোধন করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা পাইলট। প্রধান অতিথি হিসেবে ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত সদস্য সচিব এবং হাড়জোড়, বাতব্যথা, মেরুদন্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: মো: নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইক এবং সদস্য সচিব জানিবুল ইসলাম (জোসি), ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা আমিনুল ইসলামসহ অন্যরা। বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন এবং ক্রিকেটে তার অবদান তুলে ধরেন। খেলায় ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। চাম্পিয়ন দলকে একটি ছাগল ও রানার আপ দলকে দুইটি রাজহাঁস প্রদান করেন অতিথিরা। এছাড়াও দুই দলের সকল খেলোয়াড়দের মাঝে মেডেল এবং ক্রেস্ট প্রদান করা হয়। ফাইনাল খেলায় কয়েক হাজার ক্রিকেট প্রেমী ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।