রাজশাহীতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার সকালে কলেজ মাঠে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী পায়রা উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএড প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দলের অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার,
সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ অধ্যাপক ও শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ভারসাম্য দৌড়, দুইশ মিটার দৌড়, যোগাযোগ দৌড়, লৌহবল নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, হাঁড়ি ভাঙা, ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন, ইত্যাদি বিষয়ে বিজয়ীদের মাঝে সনদসহ পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, গত সোমবার কলেজ মিলনায়তনে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের ক্রেস্ট ও সনদসহ পুরস্কৃত করা হয়।