দীর্ঘ ১৬ বছর পর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির কর্মী সম্মেলন হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউট মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া। ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানি আলিম আল জর্জের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য মুহাঃ মোজাম্মেল হক চুটু, ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাঃ আব্দুস সোবহান মাস্টার।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলাহাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক কর্মী সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাঃ ইয়াজদানী আলিম আল রাজী জর্জ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাঃ আব্দুল কাদের। সভায় আরও বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোয়াজ্জেম হোসেন,
রহনপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ এনায়েত করিম তোকি, জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইউসুফ আলী রাজা, সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ বাবর আলী রুমন। সন্ধ্যা পর্যন্ত ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই কর্মী সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র সদস্য রুবেল আহমেদ ও উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম মাস্টার। উল্লেখ্য, আওয়ামীলীগ সরকারের দমন-পীড়নের কারণে ১৬ বছর উপজেলায় বিএনপির কোন সম্মেলন হয় নি। সর্বশেষ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয় ২০০৮ সালে। ৫ আগস্টের পর পট পরিবর্তন হলে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন বিএনপির নেতাকর্মীরা। সম্মেলনের মাধ্যমে কমিটি হওয়ায় এটি গ্রহনযোগ্যতা পাবে এবং আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বিএনপির নেতাকর্মীরা।