দিনাজপুর জেলার বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও মালভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কের ফিসারিজ যদুর মোড় এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ফিসারিজ যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী স্লীপার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস চালক আব্দুল করিম ও ট্রাকের ড্রাইভার আনোয়ার এবং দুইজন বাসযাত্রীসহ চারজন নিহত হয়েছেন। নিহত উভয় চালকের বাড়ি পঞ্চগড় জেলায়। নিহত যাত্রীদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দূর্ঘটনার বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সড়কের দু’ধারে আটকা পড়ে অসংখ্য যানবাহন। দশ মাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে এবং নারী-শিশুসহ বাসের কমপক্ষে ১৮ জন যাত্রী আহত হয়েছে। থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং বীরগঞ্জ ও ঠাকুরগাঁও এর দুইটি ফায়ার সার্ভিস টিমের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেছেন।