চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে ট্রাক চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার(৭ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ বেকিমোড় এলাকার মৃত ওয়াজেদ আলীর মেয়ে জাহান্নারা বেগম (৬০)। মানষিক ভারসাম্যহীন ওই মহিলা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, উপজেলার কানসাট মিলিক মোড়ে রাস্তার বাম পাশ দিয়ে যাচ্ছিলো মানষিক ভারসাম্যহীন মহিলা জাহান্নারা বেগম। এসময় দ্রুতগতির একটি ট্রাক অপর একটি ভ্যান কে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধা মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন এক মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মহিলার লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।