ময়মনসিংহের ভালুকা মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ডিসেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড শহীদ স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।