নওগাঁর নিয়ামতপুরে আওয়ামীলীগ নেতা খালেকুজ্জামান তোতাকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর গ্রামে তাঁর নিজ বাড়ী থেকে রাত সাড়ে ১২টায় গ্রেফতার করা হয়। খালেকুজ্জামান তোতা উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর গ্রামের মৃত-খবির উদ্দিনের ছেলে। তিনি চন্দননগর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এছাড়া তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। থানা সূত্রে জানা যায়, খালেকুজ্জামান তোতাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামী ৩৭জন। অজ্ঞাতনামা ৩’শ থেকে ৪’শ জন। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে খালেকুজ্জামান তোতাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।