চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন,
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, আবদুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই সিদ্দিক কামাল প্রমুখ। আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।