দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, তদন্ত যদি সঠিক ও সচ্ছ হয়, আমি বা কমিশনের আমরা, পূর্ববর্তী সরকার বা তার আগের সরকারের যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে আগের কমিশন কি করেছে তা দেখার বিষয় নয়, বর্তমান কমিশন কাউকেই ছাড় দিবে না।
বৃহষ্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে এক সংবর্ধণা সভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বেসরকারী বিদ্যালয়ে জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংস্থাটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি অধ্যক্ষ ড. মো: এমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ পাবলিক প্রসিকিউটার আব্দুল ওয়াদুদ প্রমুখ। এসময় সংগঠনটির বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ২ দিনের সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে আসেন। দুপুরে সোনামসজিদ ও হজরত শাহ নেয়ামতুল্লাহর মাজার জিয়ারত করেন এবং শুক্রবার তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।