র্যালী, আলোচনা ও কেক কাটাসহ নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশনের দুই দশক পূর্তি অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব মোড় থেকে একটি রালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও কেক কাটা হয়।
নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি রফিকুল আলম এর সভাপতিত্বে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওহাব।
বৈশাখী টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম রঞ্জু, সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা সভাপতি আসলাম কবির, নাগরিক টেলিভিশন ও মানবজমিনের প্রতিনিধি এবং চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের সাংবাদিক ও জেলা সুজনের সাধারণ সম্পাদক রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল।
বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, লেখক ও লোকসমাজ গবেষক ড. শহীদ সারওয়ার আলো, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষসহ অন্যরা। বৈশাখী টেলিভিশনের দুই দশক পূর্তি অনুষ্ঠানে ‘দৈনিক চাঁপাই দর্পণ’, জেলা সুজন ও সাংবাদিক জহরুল ইসলামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজনের চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সভাপতি সাংবাদিক জমশেদ আলী। বৈশাখী টেলিভিশনের দুই দশক পূর্তি অনুষ্ঠানের চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন চৌধুরী, এটিএন নিউজের জেলা প্রতিনিধি নাদিম হোসেন, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম, আইনজীবী আব্দুস সালামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা অংশ নেয়। বক্তারা বৈশাখী টেলিভিশনের দীর্ঘ সময়ে পথচলা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া অন্যান্য অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও জাতি গঠনে ভূমিকারও প্রশংসা করেন। উপস্থিত অতিথিবৃন্দ বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। শেষে ২০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।