বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ভোলাহাট উপজেলায় অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালযের প্রধান শিক্ষক মোসাঃ দিলারা খাতুন। বৃহস্প্রতিবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী চলা অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতায় ৮০জন খেলোয়াড় অংশ গ্রহন করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস, ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় ও ভোলাহাট উপজেলা ক্রীড়া কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।